করোনায় চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটল আবার। —ফাইল চিত্র।
করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু হল রাজ্যে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই চিকিৎসক। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এর আগেও করোনা আক্রান্ত হয়ে এ রাজ্যের দুই নামী চিকিৎসকের মৃত্যু হয়েছিল।
করোনা মোকাবিলায় প্রথমের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। প্রতি দিন কোনও না কোনও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকের মৃত্যুও হচ্ছে। সেই তালিকায় আরও এক করোনাযোদ্ধার নাম জুড়ল।
ওই চিকিৎসকের মৃত্যুর পর বিষয়টি হাসপাতালের তরফে স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। আইসিএমআর-এর নিয়ম মেনে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন: আচমকা ফতোয়া, শুটিং বন্ধ রাসমণি-কাদম্বিনীদের
আরও পড়ুন: করোনাকে রুখবে তাঁদের তৈরি টিকা, অপেক্ষায় ইম্পিরিয়াল কলেজের গবেষক
গত ২৩ জুলাই তিনি শারীরিক অসুস্থতা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তাঁর আরও শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এ দিন তিনি মারা যান।