আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ও জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে মোট তিনটি শূন্যপদ রয়েছে। চুক্তির ভিত্তিতে সব ক’টি পদে কাজ করতে হবে। সিনিয়র টেকনিক্যাল অফিসার প্রতি মাসে ১ লক্ষ ২০ হাজার ৫৬৪ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতি মাসে পাবেন ৮৫,৮৩৩ টাকা। এবং জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্টকে মাসে ৫৪,১৬২ টাকা দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটের ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।