Car Upturned Maa Flyover

রাতের কলকাতায় ‘মা’ উড়ালপুলে উল্টে গেল গাড়ি, ক্রেন এনে সরানোর ব্যবস্থা

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সওয়া ১১টা নাগাদ মা উড়ালপুলের উপর একটি এসইউভি উল্টে যায়। গাড়িটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ০১:০৬
Share:

মা ফ্লাইওভারে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। — নিজস্ব চিত্র।

রাতের কলকাতায় ফের গাড়ি দুর্ঘটনা। মা উড়ালপুলে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। যাত্রীরা কেউই গুরুতর আহত হননি। এই দুর্ঘটনার ফলে উড়ালপুলে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। কলকাতা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সওয়া ১১টা নাগাদ মা উড়ালপুলের উপর একটি এসইউভি উল্টে যায়। গাড়িটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। ওই সময় গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন যাত্রী ছিলেন। পুলিশের অনুমান, গাড়িটি উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে। যাত্রীরা কেউই গুরুতর ভাবে আহত হননি। এই ঘটনার পরে মা উড়ালপুলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ।

পুলিশ জানিয়েছে, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির গতিবেগ বেশি ছিল কি না, দেখা হচ্ছে তা-ও। শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্রেন আনিয়ে গাড়িটিকে সোজা করে উড়ালপুল থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement