Death

বৃদ্ধকে প্রকাশ্যে নলি কেটে খুন নারায়ণপুরে

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা ওই বৃদ্ধ ঝিলের ধারের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখনই পিছন থেকে বাইকে চেপে কয়েক জন দুষ্কৃতী এসে তাঁর গলার নলি কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪০
Share:

—প্রতীকী চিত্র।

শুক্রবার ভরসন্ধ্যায় বিধাননগর পুরসভার নারায়ণপুরের শিখেরবাগানে প্রকাশ্য রাস্তায় এক বৃদ্ধের গলার নলি কেটে দিয়ে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, নিহতের নাম হারুন আল রশিদ (৬৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল। তাঁদের দাবি, হারুন জলাভূমি ভরাটের বিরোধিতা করতেন। তাই তাঁকে খুন হতে হয়েছে। খুনিদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধও করেন।

Advertisement

গত দু’মাসে নারায়ণপুরে গুলিতে মৃত্যুর দু’টি ঘটনা ঘটে গিয়েছে। শুক্রবারের ঘটনার পরে স্থানীয়েরা জানান, শিখেরবাগানে বিরাট ঝিল রয়েছে। ওই বৃদ্ধ প্রতিদিনের মতো এ দিনও ঝিলের দিকে গিয়েছিলেন। ফেরার পথে খুন হন।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা ওই বৃদ্ধ ঝিলের ধারের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখনই পিছন থেকে বাইকে চেপে কয়েক জন দুষ্কৃতী এসে তাঁর গলার নলি কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধ। স্থানীয়েরা তাঁকে নার্সিংহোমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, ওই ব্যক্তি জমির কারবারে জড়িত ছিলেন। যদিও নিহতের আত্মীয় এবং প্রতিবেশীদের দাবি, তিনি এলাকায় জলাভূমি ভরাট নিয়ে অনেক দিন ধরে বিরোধিতা করে চলেছিলেন।

বিধাননগর পুরসভার দু’নম্বর ওয়ার্ডে শিখেরবাগান এলাকা। বিধাননগর পুরসভা পুকুর ভরাট নিয়ে সম্প্রতি বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে নড়ে বসেছে। স্থানীয় পুরপ্রতিনিধি, পরিবেশ দফতরের মেয়র পারিষদ রহিমা বিবি ঘটনাস্থল থেকে বেরিয়ে জানান, তাঁর ওয়ার্ডে কোনও পুকুর ভরাট হয়নি। রহিমা বলেন, ‘‘ওঁর পরিবার দাবি করেছে, পুকুর ভরাটের প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন। কিন্তু কোথায় ভরাট হচ্ছিল, সেটা কিছু বলতে পারছে না। পুলিশ তদন্ত করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement