ভেঙে পড়ে বাড়ির বাইরে ঝুলছে বেসিন। হেলে পড়েছে সামনের বাড়িও। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির জন্য সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হল। আজ, মঙ্গলবার শুনানির সম্ভাবনা।
একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই মামলা করেছে। সংগঠনের পক্ষে বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের মেট্রো রেল সংক্রান্ত আইন জনবিরোধী। ওই আইনে বলা আছে, মেট্রো প্রকল্পের জন্য ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ ক্ষতি যে হবেই, সেটা ধরে নেওয়া হচ্ছে।
আবেদনকারীদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় সুড়ঙ্গ তৈরি করে মেট্রোর কাজ শুরু করার আগে পরিবেশগত সমীক্ষা চালানো হয়নি। কলকাতার মাটি নরম। সেই জন্য প্রযুক্তিগত যে-সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, তা করা হয়নি।