Accidental Death

দুর্ঘটনায় মৃত স্কুটারচালক, ধৃত বান্ধবী

নিশানের পরিবারের অভিযোগ, থানায় নিশানের বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তা নেয়নি। পরে বিক্ষোভের মুখে অভিযোগ নেয় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ০৯:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে উত্তেজনা ছড়াল হেস্টিংস মোড়ের কাছে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান স্কুটারচালক নিশান চৌধুরী (২৩)। তাঁর বাড়ি নিউ আলিপুরে। নিশানের পিছনে বসে ছিলেন তাঁর বান্ধবী, হেস্টিংস এলাকারই বাসিন্দা নাজ খাতুন। তাঁর অল্প চোট লেগেছে। দুর্ঘটনার পরে নিশানের পরিবারের তরফে মঙ্গলবার ভোরে হেস্টিংস থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। মৃতের পরিজনদের অভিযোগ, ‘‘এটি নিছক দুর্ঘটনা নয়। নিশানের মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী জড়িত।’’ যার ভিত্তিতে নাজকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিশানের পরিবারের অভিযোগ, থানায় নিশানের বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তা নেয়নি। পরে বিক্ষোভের মুখে অভিযোগ নেয় পুলিশ। মৃতের মা সীমা চৌধুরী লিখিত অভিযোগে দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় নাজ জড়িত। যার ভিত্তিতে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। অনিচ্ছাকৃত ভাবে মৃত্য়ু ঘটানোর ধারায় মামলা রুজু হয়েছে।

নিশানদের প্রতিবেশী নীল মালাকার বলেন, ‘‘সোমবার রাতে নিউ আলিপুরে এক বন্ধুর বাড়িতে ছিল নিশান। রাত ২টো নাগাদ নাজ নিশানকে ফোনে ডেকে নেয়। ঘণ্টা দুয়েক পরে নিশানকে ফোন করলে এসএসকেএমের কেউ সেটি ধরে জানান, নিশান দুর্ঘটনায় পড়েছেন।’’ পরে নিশানের বাড়ির লোকেরা হাসপাতালে এসে জানতে পারেন, তিনি মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ বান্ধবীকে নিয়ে হেস্টিংস মোড় এলাকায় স্কুটার চালিয়ে যাচ্ছিলেন নিশান। দু’টি ভারী গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার সময়ে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান নিশান। বান্ধবী বেঁচে গেলেও নিশান গুরুতর চোট পান। পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘দুর্ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।’’ নাজকে ২৫ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement