AR Rahman

রহমানের জীবনে বঙ্গললনা মোহিনী! সেই কারণেই সায়রার সঙ্গে বিচ্ছেদ? গুজব উড়িয়ে দিলেন সুরকারের মেয়ে

আতশকাচের তলায় যেন বার বার রাখা হচ্ছে সুরকার রহমানকে। ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মাঝে এ বার মুখ খুললেন রহমানের মেয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৪:২২
Share:

রহমানের জীবনের সঙ্গে মোহিনী-যোগ মুখ খুললেন মেয়ে রহিমা। ছবি: সংগৃহীত।

বুধবার রাতে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। তার ঘণ্টাখানেকের মধ্যে রহমানের ট্রুপের সহযোগী মোহিনী দে-ও তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। সমাজের নীতিপুলিশেরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। যদিও লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন মোহিনী। দিব্যি শো করছেন, নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু, আতশকাচের তলায় যেন বার বার রাখা হচ্ছে অস্কারপ্রাপ্ত সুরকার রহমানকে। ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মাঝে এ বার মুখ খুললেন রহমানের মেয়ে।

Advertisement

এই বিচ্ছেদ নিয়ে এআর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ। তাঁদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এই নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

তবে সেই সব কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। এর পর স্পষ্ট ভাষায় তিনি জানান, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনও সংযোগ নেই। রহমান ও সায়রার দীর্ঘ দাম্পত্যে তিন সন্তান রয়েছে তাঁদের। দুই মেয়ে খাতিজ়া, রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজ়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিন অবশ্য সর্ব ক্ষণ বাবার পাশে পাশে। মেয়ে রহিমা অবশ্য অনেক বেশি সোজাসাপটা কথা বলেন। তিনি এই সমালোচনার মাঝে ইনস্টাগ্রামে লেখেন, ‘‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধরা।’’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement