Ambulance

৫জি প্রযুক্তি যুক্ত অ্যাম্বুল্যান্সের পরিষেবা শুরু

প্রাথমিক চিকিৎসার বিষয়টিও হাসপাতালে বসেই উন্নত ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন চিকিৎসকেরা। ফলে রোগী হাসপাতালে পৌঁছনোর আগেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও প্রস্তুত রাখা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ০৬:৪৪
Share:

৫জি প্রযুক্তি যুক্ত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল। প্রতীকী চিত্র।

সঙ্কটজনক রোগীর কাছে প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই, তাঁকে অ্যাম্বুল্যান্সে তোলার পর থেকেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে পারলে বড় ঝুঁকি এড়ানো সম্ভব। সেই লক্ষ্যেই ৫জি প্রযুক্তি যুক্ত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল।

Advertisement

শুক্রবার বাইপাসের ধারে এক হোটেলে তারই সূচনা করলেন অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ় লিমিটেডের হাসপাতাল ডিভিশনের প্রেসিডেন্ট হরি প্রসাদ। তিনি বলেন, “সমাজের সর্বস্তরে পরিষেবা নিয়ে পৌঁছে যেতে প্রতি মুহূর্তে নিরলস প্রচেষ্টা চলছে। গুরুতর অসুস্থ বা আহতকে হাসপাতালে আনার সময় থেকেই চিকিৎসা পৌঁছে দিতে এই প্রযুক্তি-নির্ভর অ্যাম্বুল্যান্স চালু হল।” ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই অ্যাম্বুল্যান্সে আধুনিক চিকিৎসার সরঞ্জাম, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ-সহ থাকবে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা। সেই টেলিমেট্রি ব্যবস্থার মাধ্যমে পথচলতি অ্যাম্বুল্যান্স থেকেই রোগীর খুঁটিনাটি পৌঁছে যাবে ওই হাসপাতালের চিকিৎসকদের কাছে। ‘রিয়্যাল টাইম’ তথ্য পাওয়ায় চিকিৎসকেরাও দ্রুত অ্যাম্বুল্যান্সে থাকা প্যারামেডিক্সদের পরামর্শ বা নির্দেশ দিতে পারবেন।

প্রাথমিক চিকিৎসার বিষয়টিও হাসপাতালে বসেই উন্নত ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন চিকিৎসকেরা। ফলে রোগী হাসপাতালে পৌঁছনোর আগেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও প্রস্তুত রাখা হবে। অ্যাপোলো হাসপাতালের পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত বলেন, “৫জি প্রযুক্তির মাধ্যমে অ্যাম্বুল্যান্স ও হাসপাতালের মধ্যে যোগাযোগ থাকবে। তাতে সঙ্কটজনক রোগীর জীবন বাঁচাতে গোল্ডেন আওয়ারকে কাজে লাগানো যাবে।” এ দিন উপস্থিত ছিলেন ওই হাসপাতালের কলকাতার অধিকর্তা (মেডিক্যাল সার্ভিস) সুরিন্দর সিংহ ভাটিয়া, জরুরি মেডিসিনের প্রধান চিকিৎসক অরিজিৎ বসু। তাঁরা জানাচ্ছেন, এই অ্যাম্বুল্যান্সে জীবনদায়ী চিকিৎসা পরিষেবাও দেওয়া সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement