Lynching

বাজারে গিয়ে হামলার মুখে বেলেঘাটার বিজেপি কর্মী

জানা গিয়েছে, অনুপম বিজেপির মণ্ডল সভাপতি। লিখিত অভিযোগে তিনি জানান, এ দিন সকালে বেলেঘাটার জোড়ামন্দির এলাকায় বাজারে গিয়েছিলেন। সেখানে আচমকা কয়েক জন তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ০৬:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

বেলেঘাটায় প্রকাশ্যে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানার জোড়ামন্দির এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম অনুপম রায়। তিনি বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

জানা গিয়েছে, অনুপম বিজেপির মণ্ডল সভাপতি। লিখিত অভিযোগে তিনি জানান, এ দিন সকালে বেলেঘাটার জোড়ামন্দির এলাকায় বাজারে গিয়েছিলেন। সেখানে আচমকা কয়েক জন তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। অভিযুক্তেরা সকলের তৃণমূল কর্মী বলে অনুপমের দাবি। তাঁর আরও দাবি, সিসি ক্যামেরার ফুটেজে মারধরের ঘটনা ধরা পড়েছে। ঘটনার পরে প্রাথমিক চিকিৎসা করিয়ে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় তাঁদের দলের কর্মীরা জড়িত নন।

প্রসঙ্গত, মঙ্গলবারও বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল বেলেঘাটা মেন রোড। নির্বাচন কমিশনের কর্মীদের বাড়িতে গিয়ে ভোট নেওয়াকে ঘিরে দুই দলের কর্মীরা হাতাহাতিতে জড়ান। উভয় পক্ষেরই কয়েক জন আহত হয়েছিলেন। তার এক দিন পরে সেই বেলেঘাটায় বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement