প্রতীকী ছবি।
বর্ষবরণের উৎসবে দল বেঁধে যোগ দিতে যাচ্ছেন? দলের এক জন নয়, সকলকেই জানাতে হবে নাম-ঠিকানা, ফোন নম্বর। আজ, মঙ্গলবার বর্ষশেষের রাতের জন্য তো বটেই, অবাঞ্ছিত লোক ঢোকা এড়াতে বড়দিন থেকেই শহরের কিছু নাইট ক্লাব ও পানশালায় এমনই ব্যবস্থা রাখা হয়েছে। যেমন, রবিবারই বালিগজ্ঞের হোটেল র্যাডিসন ব্লু-তে বূুকিংয়ের জন্য গিয়েছিল পাঁচ জনের একটি দল। তাঁদের সকলকেই জানাতে হয় ওই সব তথ্য। কারণ? র্যাডিসনের নিরাপত্তা-উপদেষ্টা কপিল সিংহ বলেন, “প্রতি বার বাউন্সার, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ঝামেলা হয়। তাই এ বার শুরু থেকেই নাম, ফোন নম্বর-সহ বিভিন্ন তথ্য রাখা হচ্ছে। এতে প্রয়োজন হলে কাউকে দ্রুত চিহ্নিত করা যাবে।” সল্টলেকের আফরা-র দায়িত্বপ্রাপ্ত প্রশান্ত কুমারও বললেন, “এই ব্যবস্থা কয়েক বছর ধরেই চালু করেছি। অনেকে নাম, ফোন নম্বর দিতে আপত্তি করেন ঠিকই, কিন্তু আমাদের কিছু করার নেই।”
অ্যাস্টর, তন্ত্র, রক্সি, দ্য ওয়েস্টিন-এ বর্ষবরণের অনুষ্ঠানের উদ্যোক্তারা আবার জানালেন, বুকিংয়ের সময়ে গ্রাহকের ফোন নম্বর তাঁরা সিস্টেমে রেখে দেন। হায়াত, প্রিন্সটন ক্লাব, দ্য পার্ক-এর মতো সংস্থাগুলি আবার জোর দিচ্ছে নিরাপত্তারক্ষীর দিকে। তাদের কেউ এক মাস আগে থেকে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য বিশেষ বাহিনী তৈরি করিয়েছে। কেউ বাড়তি মহিলা বাউন্সার আনিয়েছে বিদেশ থেকে। রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও। হায়াতের এক কর্তা বলেন, “গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চাইলে সম্পর্ক খারাপের আশঙ্কা থাকে। তাই আমরা নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি।” সাদার্ন অ্যাভিনিউয়ের একটি ক্যাফে এ বারই প্রথম পরীক্ষামূলক ভাবে ‘ফেশিয়াল রেকগনিশন’-এর ব্যবস্থা রাখছে।
সতর্ক লালবাজার ও নার্কোটিক্স কন্ট্রোল বুরো-ও। মাদক পাচার রুখতে সাদা পোশাকে পানশালাগুলিতে বাড়তি পুলিশ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। মত্ত অবস্থায় গাড়ি চালানো ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক বছর ধরেই শহরের নাইট ক্লাব ও পানশালা কর্তৃপক্ষদের নির্দেশিকা দিচ্ছে ‘হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। সংগঠনের তরফে সাম্মানিক সচিব সুদেশ পোদ্দার বলেন, “হোটেল, পানশালা কর্তৃপক্ষদের বলা আছে, যেন কেউ মত্ত অবস্থায় গাড়ি না চালান। হোটেলেই অ্যাপ-ক্যাবের কিয়স্ক রাখা হচ্ছে।” তাঁর কথায়, “গ্রাহকদের নিরাপত্তা সবচেয়ে আগে। সে কথা মাথায় রেখেই বর্ষবরণের অনুষ্ঠানে যাঁরা আসছেন তাঁদের তথ্য নেওয়া হচ্ছে।”