দক্ষিণ কলকাতায় জে পি নড্ডাকে দেখানো হল কালো পতাকা, উঠল 'গো ব্যাক' স্লোগান। ছবি ভিডিয়ো গ্র্যাব থেকে নেওয়া।
কলকাতায় এসে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। বুধবার দক্ষিণ কলকাতার দু’জায়গায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। প্রথমে হেস্টিংস এলাকায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে।
হেস্টিংসে বিজেপি-র নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করতে এসেছিলেন নড্ডা। তিনি এলাকায় পৌঁছনোর আগে থেকেই জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। নড্ডা পৌঁছতেই তাঁরা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। সেখানে পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশি তৎপরতায় কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
নড্ডা পূর্বঘোষিত কর্মসূচি মেনেই হেস্টিংসে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় আগামী বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন। পাশাপাশি তিনি বলেন, ‘‘কৃষি আইন নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে কৃষকদের।’’
এরপর ভবানীপুরে বিজেপি-র গৃহসম্পর্ক অভিযান কর্মসূচিতে যোগ দিতে যান নড্ডা। সেখানেও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। পাল্টা স্লোগান ওঠে বিজেপি-র তরফেও। কর্মসূচি শেষ করে কালীঘাট মন্দিরে যান নড্ডা।
আরও পড়ুন: উপড়ে ফেলেই ছাড়ব, কলকাতায় এসেই মমতাকে নিশানা নড্ডার
আরও পড়ুন: আজ রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা, ট্রাক্টর নিয়ে দিল্লির পথে বহু কৃষক