নার্সদের বিক্ষোভে উত্তেজনা নীলরতনে

কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি-সহ পাঁচ দফা দাবিতে এ দিন এন আর এস থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করতে চেয়েছিল নার্সদের সংগঠন ‘নার্সেস ইউনিটি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০২:৫৯
Share:

জরুরি বিভাগের সামনে স্লোগান দিচ্ছেন নার্সরা। বুধবার, এন আর এসে। নিজস্ব চিত্র

নার্সদের মিছিলের অনুমতি ঘিরে বুধবার উত্তেজনা ছড়াল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। পুলিশের সঙ্গে টানাপড়েনের জেরে অল্পক্ষণের জন্য হলেও হাসপাতালে ঢোকার দু’টি গেট বন্ধ করে দেওয়া হয়। জরুরি বিভাগের সামনেই মাইক বাজিয়ে চলে বিক্ষোভ।

Advertisement

কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি-সহ পাঁচ দফা দাবিতে এ দিন এন আর এস থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করতে চেয়েছিল নার্সদের সংগঠন ‘নার্সেস ইউনিটি’। বেলা ১২টা থেকে হাসপাতাল চত্বরে সংগঠনের সদস্যেরা জড়ো হতে থাকেন। দুপুর দুটো নাগাদ সুপারের কার্যালয় সংলগ্ন গেট দিয়ে মিছিল বেরোতে গেলে পুলিশ বাধা দেয়। তখন মিছিল জরুরি বিভাগ সংলগ্ন গেটে পৌঁছলে তা-ও বন্ধ করে দেয় পুলিশ। এর পরেই জরুরি বিভাগের সামনে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা।

এ দিন নার্সদের অবস্থান কিছু ক্ষণ চলার পরে পুলিশ জানায়, সাত জন প্রতিনিধি নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি-র সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে পারবেন। প্রতিনিধিরা ফেরা পর্যন্ত অবস্থান চালিয়ে যান আন্দোলনকারীরা।

Advertisement

‘নার্সেস ইউনিটি’র সম্পাদক পার্বতী পালের দাবি, লালবাজার বলেছিল, অনুমতির চিঠিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার
জন্য ধর্না, এমন কথা লেখা যাবে না। রাজি না হওয়ায় অনুমতি মেলেনি। তাঁর কথায়, ‘‘সাত দিনের মধ্যে দাবিগুলি নিয়ে ইতিবাচক পদক্ষেপ করতে হবে। নইলে সব হাসপাতালে দু’ঘণ্টা করে কর্মবিরতি পালন করব।’’ অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম বলেন, ‘‘শর্ত মানেনি বলে অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে হাসপাতাল চত্বরে
মিছিল, অবস্থান, মাইক বাজানোর জন্য মামলা রুজু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement