B.Ed Admission

ভর্তি শুরু হল না বি এডে

বিএড বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি সেটির অধীনস্থ সরকারি এবং বেসরকারি মিলিয়ে ৪৭৮টি বি এড কলেজেও ভর্তি-প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০২:০৩
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে শিক্ষক শিক্ষণের বি এড এবং এম এডে ভর্তি-প্রক্রিয়া পয়লা নভেম্বর থেকে শুরু করতে বলেছিল উচ্চশিক্ষা দফতর। কিন্তু রাজ্য বি এড বিশ্ববিদ্যালয় এখনও সেই প্রক্রিয়া শুরু করেনি। রেজিস্ট্রার অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় কাজে দেরি হচ্ছে। তবে কাল, শুক্রবারের মধ্যে তাঁরা ভর্তি-প্রক্রিয়া শুরু করতে পারবেন বলে আশাবাদী।

Advertisement

বিএড বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি সেটির অধীনস্থ সরকারি এবং বেসরকারি মিলিয়ে ৪৭৮টি বি এড কলেজেও ভর্তি-প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় কথা। উচ্চশিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছিল, সরকারি বি এড কলেজগুলি নিজেদের মতো করে ভর্তি নিতে পারবে। কিন্তু বেসরকারি কলেজগুলিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং করে ভর্তি নিতে হবে। সরকারি বি এড কলেজগুলি ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এ দিন অভিজিৎবাবু বলেন, ‘‘বেসরকারি কলেজগুলিকে প্রতি বছর তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ করতে হয়। সেই কাজ এখন চলছে। তার পরেই ভর্তির বিষয়ে লিঙ্ক কলেজগুলিকে দিয়ে দেওয়া হবে।’’ বেসরকারি কলেজগুলি দু’বছরের বি এড পাঠক্রমের জন্য দেড় লক্ষ টাকার বেশি ফি নিতে পারবে না বলেও উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement