শহরের রাস্তায় মিমি।
২৪ ডিসেম্বর রাত দুটো।
বেড়িয়ে পড়লেন তিনি।
স্লেজ গাড়ি নয়। চার চাকার বাহন। মোজা নয়। গাড়ি ভর্তি কম্বল, কেক আর শীত-পোশাক।
কড়া পাহারা। কোনও সংবাদমাধ্যম বা অনুরাগীর দল যাতে টের না পায়, তাই চুপিসাড়েই ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী। সাংসদ মিমি চক্রবর্তী। সকলের নজর এড়িয়ে কলকাতার হিমঝরা রাতে তাঁকে দেখা গেল পথে শুয়ে থাকা কলকাতাবাসীকে কম্বল দিতে। তাঁদের হাতে হাতে তুলে দিলেন সাধের কেক।
নিজের বাড়ি কসবা থেকে বেড়িয়ে গড়িয়াহাট, বালিগঞ্জ হয়ে কালীঘাটের রাস্তায় পৌঁছে গেলেন অভিনেত্রী। বড়দিনের আগের রাতে খ্যাতনামীরা যখন বড় মজার দিনকে আহ্বান জানাতে উৎসবে মুখর, তিনি তখন সকলের অগোচরে এক নতুন সান্তা হয়ে দেখা দিলেন কলকাতার বুকে।
প্রথম বার বাংলাদেশের হিরো নিরবের বিপরীতে কাজ করছেন তৃণমূলের তারকা সাংসদ। ওই দেশের এক মিউজিক ভিডিয়োতে দেখা যাবে দু’জনকে। সেই গানেরই প্রথম ঝলকও সামনে এনেছেন নায়িকা। এ ছাড়াও, নতুন বছরে অরিন্দম শীলের 'খেলা যখন' এবং মৈনাক ভৌমিকের ছবি 'মিনি' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।