christmas

Joy Goswami: এঁরাই আমার সান্তা, নতুন অবতারে জয় গোস্বামী, অচেনা সাজকে চিনিয়ে দিলেন কবি-কন্যা

কবি জয় গোস্বামী ও তাঁর স্ত্রী কাবেরীর সান্তারূপী ছবি পোস্ট করেছেন তাঁদের মেয়ে। সেই ছবি দেখে, হেসে কুটিপাটি সবাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ২৩:০৩
Share:

বড়দিনে অচেনা কবি দম্পতি। ফেসবুক থেকে নেওয়া।

ইচ্ছেপূরণের বড়দিন কেকে-ভাতে বাঙালির বড্ড প্রিয়। ছেলেবেলায় সান্তার ঝুলি ভরা উপহারের অপেক্ষায় বড়দিনের আগের রাতে ঘুমোতে যাননি এমন বাঙালির সংখ্যা মোটেও হাতে গোনা নয়। বড় হয়ে জানতে পারা, সান্তা আসলে মা-বাবা-ই। তাঁরাই সন্তানের ইচ্ছেপূরণে ধরা দিতেন সান্তা সেজে। সেই বাবা-মায়ের সান্তা রূপ যেন একুশের বড়দিনে ফিরল নেটমাধ্যমের দেওয়ালে। কবি জয় গোস্বামী ও তাঁর স্ত্রী কাবেরীর সান্তারূপী ছবি পোস্ট করেছেন তাঁদের মেয়ে। সেই ছবি দেখে, হেসে কুটিপাটি সবাই।

Advertisement

শুক্রবার দুপুরে কবি কন্যা নিজের নেটমাধ্যমের দেওয়ালে দুটি ছবি দেন। তাতে জয়কে দেখা যাচ্ছে একটি অতিকায় তারকা আদলের চশমা চোখে এবং কাবেরীর মাথায় রেন-ডিয়ারের ক্ষুদ্র প্রতিকৃতিওয়ালা হেয়ারব্যান্ড। দুটি ছবিতেই কবি দম্পতির মুখে ফিচেল হাসি। তাঁদের মেয়ে ছবির উপরে লিখেছেন, আমার সান্তাদের তরফ থেকে সবাইকে শুভ বড়দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement