এই সেই জ্বলন্ত স্কুল বাস। নিজস্ব চিত্র।
দাউদাউ করে জ্বলছে হলুদ রঙের স্কুল বাস। এমন দৃশ্য দেখে প্রাথমিক ভাবে আতঙ্ক তৈরি হয় পথ চলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের মধ্যে। যদিও পরে জানা যায় ওই বাস ফাঁকা ছিল। কোনও ছাত্রছাত্রী ছিল না বাসে। শেষে দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে ঘটেছে বেহালা শখের বাজারের অক্সফোর্ড মাঠের কাছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, এ দিন দুপুরে ওই এলাকারই একটি বেসরকারি স্কুলের বাস মাঠের পাশে দাঁড় করিয়েছিলেন চালক। তিনি বাসের জানলা দরজা বন্ধ করে পাশের ফুটপাথের একটি খাবারের হোটেলে গিয়েছিলেন খেতে। সেই সময়েই হঠাৎ করে বাসে আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাস যেখানে দাঁড় করানো ছিল তার পাশেই একটি ঝুপড়ির উনুন থেকে ওঠা আগুনের ফুলকি থেকে আগুন ছড়ায়। সেই আগুন থেকেই বাসে আগুন লাগে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- সচেতনতাই সহজ করে দিল ছাত্রের অঙ্গদান
আরও পড়ুন-১০০ কোটির হেরোইন উদ্ধার পাইকপাড়ায়, পুলিশের জালে দুই
দমকলের আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, কী ভাবে আগুন লেগেছে তা ফরেন্সিক তদন্তেই জানা যাবে। কারণ, শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে।