হজ হাউসে ইফতারের অনুমতি না পেয়ে পূর্ব ঘোষণা মতোই সপার্ষদ রাস্তায় বসে পড়লেন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। তাঁর নতুন দল ভারতীয় ন্যায় বিচার পার্টির তরফে ইফতার আসরের জন্য হজ হাউসে টাকা জমা দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও রাজনৈতিক দলকে হজ হাউসে অনুষ্ঠান করতে দেওয়া যাবে না, এই যুক্তি দেখিয়ে হজ হাউজ কর্তৃপক্ষ অনুমতি বাতিল করেন। তারই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পার্ক সার্কাসের দিলখুশা স্ট্রিটে হজ হাউসের সামনে রাস্তাতেই ইফতার আসর বসিয়েছেন রেজ্জাক। রাস্তাতেই চলছে প্রার্থনা। পাশে হজ হাউস তালাবন্ধ।
রেজ্জাকের ওই আসরে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা সোমেন মিত্র, কনক দেবনাথ, আমজাদ আলি, বামফ্রন্টের হাফিজ আলম সৈরানি, হরিপদ বিশ্বাস প্রমুখ। সোমেনবাবু বলেন, “যে সরকার সংখ্যালঘুদের উন্নয়নে এত কথা বলে, তারাই সাধারণ সংখ্যালঘুদের ইফতারের জন্য মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে। তাদের রাস্তায় বসিয়েছে। এতেই বোঝা যাচ্ছে, রাজ্য সরকারের সংখ্যালঘু দরদ শুধু ভোটের জন্য!”
—নিজস্ব চিত্র।