প্রতীকী চিত্র।
বছর উনিশের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হল। বুধবার গভীর রাতে, নারকেলডাঙা থানা এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আজহার।
পুলিশ সূত্রের খবর, ওই তরুণীর সঙ্গে মোবাইলের মাধ্যমেই আলাপ হয় বছর বাইশের আজহারের। অভিযোগ, আলাপের পর থেকেই সে বার বার তরুণীর সঙ্গে দেখা করতে চাইত। প্রথমে তরুণী রাজি না হলেও গত ১২ তারিখে জোর করেই দেখা করতে চায় আজহার। সেই দিন তরুণী দেখা করতে রাজি হয়ে যান।
প্রথমে তরুণীকে একটি রেস্তরাঁর সামনে আসতে বলে আজহার। সেখান থেকে তাঁকে শিয়ালদহে নিয়ে আসে সে। এবং প্রায় জোর করে একটি লজে নিয়ে যায়। সেখানে আগেই ঘর ভাড়া করে রেখেছিল ওই যুবক। অভিযোগ, সেখানেই তরুণীকে ধর্ষণ করে আজহার। শুধু তা-ই নয়, তরুণীর নগ্ন ছবি নিজের মোবাইলে তুলেও রাখে সে। তরুণী বিষয়টি কাউকে জানালে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় ওই যুবক। কিন্তু তরুণী বাড়ি ফিরে পরিজনদের সব জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জুতোর কারখানার কর্মী আজহারের বাড়ি নারকেলডাঙা এলাকায়। তপসিয়া থানা এলাকায় তার মামার বাড়ি। এর পরেই তাকে গ্রেফতার করা হয়।