Mysterious Death

ব্যারাকে ‘আত্মঘাতী’ তরুণী আরপিএফ

প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের সন্দেহ, ওই তরুণী কনস্টেবল ঘটনার ছবি তোলার চেষ্টা করেছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোবাইলটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ০৬:৩৭
Share:

আরপিএফ ব্যারাক থেকে উদ্ধার হল এক তরুণী আরপিএফ কর্মীর ঝুলন্ত দেহ। প্রতীকী ছবি।

আরপিএফ ব্যারাক থেকে উদ্ধার হল এক তরুণী আরপিএফ কর্মীর ঝুলন্ত দেহ। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে। মৃতার নাম পুনম মিশ্র (২৩)। সকাল সাড়ে ১১টা নাগাদ ব্যারাকের একটি ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পুনমের দেহ উদ্ধার করা হয়। পাখার উপর থেকে মেলে তাঁর মোবাইলটি।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের সন্দেহ, ওই তরুণী কনস্টেবল ঘটনার ছবি তোলার চেষ্টা করেছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোবাইলটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকের একটি ঘরে পাঁচ সহকর্মীর সঙ্গে থাকতেন পুনম। তাঁদের মধ্যে তিন জন ছুটিতে আছেন। এ দিন সকালে আর এক জনও ডিউটিতে চলে যান। ফলে, ঘরে পুনম একাই ছিলেন। এ দিন অনেক বেলা হয়ে যাওয়ার পরেও বার বার ডেকে তাঁর সাড়া মেলেনি। শেষে দরজা ভেঙে দেহ উদ্ধার হয়।

রেল পুলিশ জেনেছে, মৃতার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। পাশাপাশি, তাঁর মাইগ্রেনের সমস্যাও ছিল। তিনি অবসাদে ভুগছিলেন। তবে সহকর্মীরা জানিয়েছেন, বাহিনীতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। কাজেও ছিলেন দক্ষ। বৃহস্পতিবার রাতেও তাঁর মধ্যে কোনও রকম অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি। রেল পুলিশ জানায়, মৃতার বাড়ি বোকারোয়। দু’বছর আগে তিনি চাকরিতে যোগ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement