ফাইল চিত্র।
সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে শুক্রবার পলতা বাজারের একটি ঘরে হানা দিয়ে ২২ কেজি গাঁজা আটক করল নোয়াপাড়া থানার পুলিশ। ওই গাঁজা-সহ হাতেনাতে গ্রেফতার করা হয় আলপনা বিশ্বাস নামে মধ্যবয়সি এক মহিলাকে। সেনা-গোয়েন্দা বিভাগের আধিকারিক সোহম রানা
শনিবার জানান, নদিয়ার চাকদহ থানার মাঝেরচর থেকে বস্তা ভর্তি গাঁজা নিয়ে এসে ছোট ছোট পলিথিন পাউচে সেই গাঁজা ভরে শিল্পাঞ্চলের বিভিন্ন হোটেল, পানশালা এবং খদ্দেরদের কাছে সরবরাহ করা হত। তিনি বলেন, ‘‘মাসখানেক ধরেই আমরা ওই মহিলাকে অনুসরণ
করছিলাম। নদিয়া থেকে ব্যারাকপুর, ইছাপুর-সহ আশপাশের এলাকাগুলিতে গাঁজা আসছিল বলে খবর ছিল।’’
পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার বাড়ি নদিয়ার শিমুরালিতে। সে চাকদহের বাসিন্দা এক গাঁজা বিক্রেতার নাম করেছে। তার হয়েই নাকি বস্তা ভরে গাঁজা নিয়ে এসেছিল সে। পলতা বাজারের ওই ঘর থেকে আরও দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা কন্ঠাধারের বাসিন্দা বলে জানা গিয়েছে। মূলত ওই ঘরে বসেই ৫০ ও ১০০ গ্রামের গাঁজার প্যাকেট তৈরি করা হত। যা পৌঁছে যেত বিভিন্ন জায়গায়। আলপনা বলেছে, ‘‘১৫ হাজার টাকা কেজি দরে বিক্রি হয় গাঁজা। আমার কাজ ছিল, কুড়ি-বাইশ কেজির বস্তা পলতায় পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া।’’
সেনা-গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা জানান, সম্প্রতি পানশালা খোলার পরে সেখানে স্কুল ও কলেজপড়ুয়া-সহ বিভিন্ন বয়সের লোকজনের আনাগোনা বেড়ে গিয়েছে। বীজপুর এবং নৈহাটির মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেশ কয়েকটি পানশালায় নিয়মিত ভাবে অপ্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে বলে অভিযোগ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (উত্তর) শ্রীহরি পাণ্ডে বলেন, ‘‘সেনার খবরের ভিত্তিতে আমরা পলতায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা-সহ এক মহিলাকে গ্রেফতার করেছি। কিন্তু এর পিছনে কোনও বড় চক্র জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে। পুলিশি হেফাজতে পেলে ওই মহিলাকে জেরা করা হবে।’’