Death

‘আমার দিদার ব্যবস্থা করছি’, ইনস্টাগ্রামে মেসেজ লিখে আত্মঘাতী কিশোরী

রবিবার সকালে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

নিজস্বা সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ২২:৫৪
Share:

প্রতীকী ছবি।

ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। ফলতা থানা এলাকার ঘোল রাজারামপুরের ঘটনা। রবিবার সকালে ঘরের ভিতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে প্রণয়ঘটিত কারণে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, বজবজে তার মামারবাড়ি এলাকার একটি ছেলের সঙ্গে ওই কিশোরীর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর ধরে সেই সম্পর্ক চলছিল বলে দাবি স্থানীয়দের।

পুলিশ জানিয়েছে, এই সম্পর্কের কথা কিশোরীর বাবা-মা জানতে পারার পর বিষয়টি নিয়ে আপত্তি জানান। ফলে ঘটনাটি নিয়ে বেশ বিচলিত ছিল ওই কিশোরী। শনিবার ছেলেটির সঙ্গে যোগাযোগ করে মেয়েটি। তার মায়ের মোবাইল থেকে ইনস্টাগ্রামে মেসেজ করে সে লেখে, ‘আমার দিদার ব্যবস্থা করছি। তুই চিন্তা করিস না আর। আমার দিদাকে কী করতে পারি তুই দেখে নে।’ এর পরই রবিবার সকালে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: এখনই খুলছে না স্কুল-কলেজ, জানালেন পার্থ

আরও পড়ুন: ধর্মান্তরণ বিরোধী অধ্যাদেশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম অভিযোগ উত্তরপ্রদেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement