কলকাতা স্টেশন। —ফাইল চিত্র।
মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগ উঠল কলকাতা স্টেশনের ভিতরে থাকা একটি দোকানের বিরুদ্ধে। ওই দোকানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে চিৎপুর জিআরপি থানা। দোকানটি থেকে মেয়াদ উত্তীর্ণ প্রচুর ঠান্ডা পানীয়ের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোকানের কর্মীদের।
রেল পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে চিৎপুর জিআরপি থানায় স্টেশনের এক ঠিকা সাফাইকর্মী অভিযোগ করেন, তিনি দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠান্ডা পানীয়ের একটি বোতল কিনেছিলেন। সেটি খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন। পরে ওই কর্মী দেখেন, ঠান্ডা পানীয়টির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এমন অভিযোগ পেয়েই রেল পুলিশের একটি দল ওই দোকানে হানা দিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়ের বোতলের সন্ধান পায়।
পুলিশ সূত্রের খবর, যে সংস্থার নামে ওই দোকানটি, তাদের ডেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে রেল পুলিশ জানিয়েছে, বিভিন্ন জায়গায় ওই সংস্থার দোকান রয়েছে। সেখানেও মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করা হয় কি না, দেখা হচ্ছে।