POCSO Act

পকসো আদালত বয়কটের সিদ্ধান্ত

বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, দিন কয়েক আগেই কয়েক জন আইনজীবী সংগঠনে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন, পকসো বিশেষ আদালতের বিচারক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০১:১৩
Share:

ছবি: সংগৃহীত।

বিচারকের দুর্ব্যবহারের অভিযোগ তুলে আলিপুরের বিশেষ পকসো আদালত বয়কটের সিদ্ধান্ত নিলেন আইনজীবীদের একাংশ। বুধবার বার অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, দিন কয়েক আগেই কয়েক জন আইনজীবী সংগঠনে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন, পকসো বিশেষ আদালতের বিচারক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তাঁরা এই বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চান। এর পরেই বুধবার বৈঠক ডাকা হয়।

আলিপুর আদালতের সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পকসো বিশেষ আদালতের বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা বয়কট করলে বাদী এবং বিবাদী, উভয় পক্ষই সমস্যায় পড়ে যাবেন।’’ প্রসঙ্গত, গত ছ’মাস ধরে লকডাউন চলায় পকসো বিশেষ আদালতে অসংখ্য মামলা এমনিতেই ঝুলে রয়েছে। তার উপরে ওই আদালত বয়কট করলে বিচার প্রক্রিয়ায় আরও দেরি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন আইনজীবীদের একটি বড় অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement