Arrest

অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, ধৃত প্রোমোটার

কেষ্টপুর, বাগুইআটির মতো এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে বহু দিন ধরেই সরব স্থানীয়েরা। গার্ডেনরিচে নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর পরে বিধাননগর পুরসভাও অবৈধ নির্মাণ রুখতে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৭:৫১
Share:

—প্রতীকী চিত্র।

বেআইনি নির্মাণের অভিযোগে এক প্রোমোটারকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। ধৃতের নাম মহেশ দাস। পুলিশ জানায়, কেষ্টপুরের প্রফুল্লকাননের রবীন্দ্রপল্লিতে একটি নির্মাণ করছিলেন মহেশ। বিধাননগর পুরসভা সেই নির্মাণের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিল। তার পরেই মঙ্গলবার মহেশকে ধরে পুলিশ। তদন্তকারীরা জানান, নির্মাণ সংক্রান্ত পুরসভার অনুমোদিত নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে বঙ্গীয় পুর আইনে মামলা রুজু করা হয়েছে। এ দিন মহেশকে বারাসত আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজত হয়।

Advertisement

উল্লেখ্য, কেষ্টপুর, বাগুইআটির মতো এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে বহু দিন ধরেই সরব স্থানীয়েরা। গার্ডেনরিচে নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর পরে বিধাননগর পুরসভাও অবৈধ নির্মাণ রুখতে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে। আগে বেআইনি নির্মাণ আটকাতে বিদ্যুৎ বণ্টন সংস্থা ও বিভিন্ন ব্যাঙ্ককে পুরসভা নির্দেশ দিয়েছিল যে, তাদের অনুমোদিত নকশা ছাড়া যেন বিদ্যুতের সংযোগ বা কোনও প্রোমোটারকে ঋণ দেওয়া না হয়। পুরসভার এক আধিকারিকের কথায়, ‘‘এখন বেআইনি নির্মাণের খবর এলেই প্রোমোটারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হচ্ছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement