Maa Flyover

মা উড়ালপুলে চিনা মাঞ্জার বিপদ! বাইকে করে যাওয়ার সময় ঘুড়ির সুতোয় কপাল কাটল পুলিশকর্মীর

রবিবার বিকেলে নিজের বাইকে চেপে পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন শাহনওয়াজ় আলি নামে ওই পুলিশকর্মী। বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:১২
Share:

মা উড়ালপুল। —ফাইল চিত্র।

আবারও মা উ়ড়ালপুলে চিনা মাঞ্জার কারণে রক্ত ঝরল। অভিযোগ, উড়ালপুলের উপর দিয়ে বিছিয়ে রাখা হয়েছিল প্রাণঘাতী ওই সুতো। বাইকে করে যাওয়ার সময় সেই চিনা মাঞ্জায় কপাল কাটল এক পুলিশকর্মীর। আহত পুলিশকর্মীকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেজিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার বিকেলে নিজের বাইকে চেপে পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন শাহনওয়াজ় আলি নামে ওই পুলিশকর্মী। বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত তিনি। তাঁর বাইকের পিছনের আসনে ছিলেন আরও এক জন। মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জা তাঁর কপালে লাগে। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত ঝরতে শুরু করে। উড়ালপুলের পাশেই বাইক দাঁড় করান তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে অনেকে ছুটে আসেন। প্রাথমিক শ্রুশুষার পর শাহনওয়াজ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলকাতা শহরের দীর্ঘতম উড়ালপুল মা। প্রতি দিন বহু মানুষ এই উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করেন। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাকে যোগ করেছে এই উড়ালপুল। কিন্তু সেখানে চিনা মাঞ্জার সুতো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও একাধিক বার চিনা মাঞ্জার সুতোয় দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement