RG Kar Medical College and Hospital

ভেঙে পড়ল আরজি করের সার্জারি বিভাগের ছাদের একাংশ, গাফিলতির অভিযোগ পড়ুয়াদের

আরজি করের পড়ুয়ারা কর্তৃপক্ষের বিরুদ্ধে হাসপাতালের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই অপারেশন থিয়েটারটির অবস্থা খারাপ ছিল। সংস্কারের জন্য বার বার অনুরোধ করেও লাভ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
Share:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেঙে পড়া সেই অপারেশন থিয়েটার। — ফাইল চিত্র।

ভেঙে পড়ল আরজি করের সার্জারি বিভাগের ফল্‌স সিলিংয়ের একাংশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। তবে এর জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

বৃহস্পতির দুপুরে হঠাৎই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের একটি ওটির ফল্‌স সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। তবে সেই সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকায় কোনও রোগী বা পড়ুয়া আহত হননি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ‘‘গত বেশ কিছু দিন ধরেই পিডব্লিউডি-র তত্ত্বাবধানে হাসপাতাল চত্বরে সংস্কারের কাজ চলছে। সার্জারি বিভাগেরও কিছু কিছু জায়গায় ভাঙাভাঙির কাজ শুরু হয়েছে। তার জেরেই এই দুর্ঘটনা। তবে সিলিং ভেঙে পড়ে কেউ আহত হননি।’’

আরজি করেরই এক পড়ুয়া অবশ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে কলেজ ও হাসপাতালের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন। ওই পড়ুয়া জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে সার্জারি বিভাগের ওই অপারেশন থিয়েটারটির অবস্থা খারাপ ছিল। সংস্কারের জন্য একাধিক বার কর্তৃপক্ষের কাছে অভিযোগ-অনুযোগ করেও কোনও লাভ হয়নি। আর এক পড়ুয়া জানাচ্ছেন, ওই সময় অপারেশন থিয়েটারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই মনে করছেন আরজি করের পড়ুয়াদের অধিকাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement