Bribe

শংসাপত্র দিতে টাকা চাওয়ার অভিযোগ

বিষ্ণুপুরের রসখালি পঞ্চায়েতের দমদমা এলাকার বাসিন্দা, পল্লবী নস্কর নামে ওই ছাত্রীর অভিযোগ, কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পূরণে স্থানীয় পঞ্চায়েত থেকে ‘অবিবাহিত’ শংসাপত্র নিয়ে আসতে বলেছিল কলেজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:১২
Share:

প্রতীকী ছবি।

কন্যাশ্রীর শংসাপত্র দেওয়ার জন্য এক পঞ্চায়েত সদস্য কাটমানি চেয়েছেন বলে অভিযোগ তুললেন একটি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী।

Advertisement

বিষ্ণুপুরের রসখালি পঞ্চায়েতের দমদমা এলাকার বাসিন্দা, পল্লবী নস্কর নামে ওই ছাত্রীর অভিযোগ, কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পূরণে স্থানীয় পঞ্চায়েত থেকে ‘অবিবাহিত’ শংসাপত্র নিয়ে আসতে বলেছিল কলেজ। তাই রসখালি পঞ্চায়েতের প্রধান তপতী বাছারের সঙ্গে যোগাযোগ করেন পল্লবী। তপতী তাঁকে বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপঙ্কর নস্করের কাছ থেকে প্রাথমিক শংসাপত্র নিয়ে আসতে। ওই ছাত্রীর অভিযোগ, দীপঙ্করবাবুর কাছে গেলে তিনি জানান, ১০০ দিনের কাজের প্রকল্পে যে টাকা পল্লবীর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে, তার একাংশ দিলে তবেই শংসাপত্র মিলবে। এই ঘটনার পরে বিষ্ণুপুর (১) বিডিও-র কাছে দীপঙ্করবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। যদিও অভিযোগ অস্বীকার করে দীপঙ্করবাবু বলেন, ‘‘ওই ছাত্রী বিজেপি সমর্থক। আমি এমন কিছুই বলিনি।’’ ছাত্রীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে বিষ্ণুপুর (১) বিডিও অফিস সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement