ট্রাম। — প্রতিনিধিত্বমূলক ছবি।
কলকাতায় ট্রাম পরিষেবা সঙ্কুচিত হতে হতে বর্তমানে হাতে গোনা কয়েকটি রুটে এসে
ঠেকেছে। একাধিক রুটে ট্রামলাইন পিচ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ট্রাম পরিষেবা রুগ্ণ হওয়ায় কর্মীরাও আতান্তরে। এই পরিস্থিতিতে সম্প্রতি ট্রাম সংক্রান্ত একটি মামলায়
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম ট্রাম কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মামলাকারীদের আইনজীবীর অভিযোগ ছিল, শহরের বিভিন্ন রাস্তায় পুলিশি বাধার জেরেই ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। এর পরেই হাই কোর্ট ট্রাম চালানোর উপায় খুঁজে বার করতে গঠনমূলক আলোচনা শুরু করার কথা বলে। পুলিশ এবং পুরসভার সঙ্গে কথা বলে ট্রাম নিয়ে রাজ্য সরকারের ভাবনা আদালতকে জানানোর কথাও বলেন বিচারপতি।
তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার কলকাতা পুর ভবনে পুর কর্তৃপক্ষ এবং পুলিশকর্তাদের সঙ্গে
আলোচনায় বসেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এ দিনের বৈঠকে কলকাতার নগরপাল ছাড়াও কলকাতা পুরসভার কমিশনার উপস্থিত ছিলেন বলে খবর।
বৈঠকের পরে পরিবহণমন্ত্রী বলেন, ‘‘কলকাতায় রাস্তার পরিমাণ কম। যানজটের কারণে সব রাস্তায় ট্রাম চালানো সম্ভব নয়। তবে সরকার ট্রাম তুলে দিচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখে দফতরের অবস্থান আদালতকে জানানো হবে।’’