হাসপাতালের অধিকর্তাকে ‘মারধর’

হোমিওপ্যাথি কলেজের অধিকর্তাকে ‘মারধর’ করার অভিযোগে এক ব্যক্তি ধরা পড়ল। বৃহস্পতিবার, সল্টলেকের হোমিওপ্যাথি হাসপাতালের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০৯
Share:

হোমিওপ্যাথি কলেজের অধিকর্তাকে ‘মারধর’ করার অভিযোগে এক ব্যক্তি ধরা পড়ল। বৃহস্পতিবার, সল্টলেকের হোমিওপ্যাথি হাসপাতালের ঘটনা। পুলিশ জানায়, এ দিন হাসপাতালের অধিকর্তা এস কে নন্দাকে এক ব্যক্তি বাঁশ দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতাল ও পরে এনআরএসে ভর্তি করানো হয়। এই ঘটনায় সমীর আমিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সমীর হাসপাতালেরই প্রাক্তন ঠিকা সাফাইকর্মী।

Advertisement

পুলিশ জানায়, মাস চারেক আগে ওই অধিকর্তা হাসপাতাল থেকে তিন জন ঠিকাকর্মীকে বহিষ্কার করেছিলেন। তাঁদেরই এক জন ধৃত সমীর। সমীর ওই অধিকর্তাকে একাধিকবার চাকরি ফিরিয়ে দেওয়ায় আবেদন করলে তা নাকচ করে দেন অধিকর্তা। অভিযোগ, সেই রাগেই বুধবার অধিকর্তার ঘনিষ্ঠ এক কর্মচারীকে মারধর করেন সমীর। ফের বৃহস্পতিবার অধিকর্তার মাথায়ও বাঁশ দিয়ে আঘাত করেন। এর পরে বৃহস্পতিবার বারাসত থেকে সমীরকে ধরে পুলিশ।

অন্য দিকে, চলতি সপ্তাহেই সল্টলেকের এ ই ব্লকে প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক জনকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় বৃহস্পতিবার অজয়কুমার উপাধ্যায় ও পাপ্পুকুমার সিংহ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement