antique

জিয়াগঞ্জের মন্দির থেকে চুরি বিগ্রহের শতাব্দীপ্রাচীন গয়না, ‘ অ্যান্টিক’ পাচার চক্রের তিন জন ধৃত

পুলিশ সূত্রের খবর, দিন দুই আগে জিয়াগঞ্জের শ্মশান ঘাট সংলগ্ন একটি কালী মন্দির এবং তার পাশে একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির থেকে বিগ্রহের সব গয়না এবং পুজোর জিনিস চুরি হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২২:১১
Share:

উদ্ধার হয়েছে মন্দির থেকে চুরি যাওয়া জিনিস। — নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের দু’টি শতাব্দী প্রাচীর মন্দির থেকে বিগ্রহের গয়না-সহ পুজোর জিনিসপত্র চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল জিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা দুষ্প্রাপ্য জিনিস পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে তাঁদের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম বান্টি দাস, বিশ্বজিৎ বিশ্বাস এবং আনসার শেখ। বান্টির বাড়ি জিয়াগঞ্জ থানার সুকান্তপল্লির হাটপাড়া এলাকায়। বিশ্বজিৎ এবং আনসারের বাড়ি যথাক্রমে মুর্শিদাবাদ থানার শালবাগান এবং রামদাসপুর এলাকায়। তাঁরা পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, দিন দুই আগে জিয়াগঞ্জের শ্মশান ঘাট সংলগ্ন একটি কালী মন্দির এবং তার পাশে একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির থেকে বিগ্রহের সব গয়না এবং পুজোর জিনিস চুরি হয়। ওই জিনিসগুলি প্রায় ১০০ বছরের পুরনো বলে দাবি স্থানীয়দের।

Advertisement

ঘটনার তদন্ত করতে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এর পরেই জানা যায়, মন্দিরে এই চুরির ঘটনায় স্থানীয় এক পাচার চক্রের যোগ রয়েছে। শুক্রবার রাতে তিন জনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‘একটি চুরির ঘটনার তদন্ত নেমে ধৃতদের বিষয়ে তথ্য মেলে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement