প্রতীকী ছবি।
স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানা এলাকার রেল কলোনিতে। গুরুতর জখম অবস্থায় অর্পিতা দাস নামে ওই মহিলাকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেবাশিসকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে কাজ করে দেবাশিস। ওই দম্পতির এক ছেলে রয়েছে। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার দুপুরে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ওই দিন বচসা চলাকালীন দেবাশিস একটি হাতুড়ি বার করে স্ত্রীর মাথায় আঘাত করে। অর্পিতাদেবী মাটিতে পড়ে গেলেও তাঁর মুখে, হাতে ও বুকে এলোপাথাড়ি মারতে থাকে দেবাশিস।
অর্পিতার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অর্পিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দেবাশিসকে।
এ দিন আদালতে সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে অভিযুক্ত। বিচারককে প্রথমে সে জানিয়েছিল, গোপন জবানবন্দি দেবে। সেই মতো তার আর্জি মঞ্জুর করেন বিচারক। কিন্তু বিকেলে অভিযুক্ত ফের জানায়, সে গোপন জবানবন্দি দেবে না। এর পরেই তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।