উড়ালপুলের এই অংশ থেকেই খসে পড়ে চাঙড়। নিজস্ব চিত্র
দু’সপ্তাহ আগেই স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল বাঘা যতীন সেতুর একটি অংশের। ধাপে ধাপে গোটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। তারই মাঝে শনিবার ওই উড়ালপুলের একাংশের চাঙড় ভেঙে পড়ল। ওই অংশ থেকে আগেও চাঙড় ভেঙে পড়েছিল।
পুলিশ সূত্রে খবর, শনিবার বেলা দু’টো নাগাদ হঠাৎ করেই পাটুলির কাছে গড়িয়ার অভিমুখে উড়ালপুলের উপরের একটি চাঙড় খসে পড়ে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পরেই পুলিশ উড়ালপুলের নীচে যেখানে হকারেরা বসেন, সেখানে ব্যারিকেড করে দেয়। সমস্ত হকারকে আপাতত উড়ালপুলের নীচে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেএমডিএ কর্তৃপক্ষ জানান, শহরের সমস্ত উড়ালপুলের মতো বাঘা যতীন উড়ালপুলেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শনিবার রাতেই উড়ালপুলের ক্ষতিগ্রস্ত অংশের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কেএমডিএ-র এক আধিকারিক জানান, প্রাথমিক ভাবে ওই উড়ালপুল নিয়ে যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেখান থেকে জানা গিয়েছে উড়ালপুলের ১৩ এবং ১৪ নম্বর স্তম্ভের মধ্যবর্তী অংশে সমস্যা রয়েছে। এ দিন যে অংশের চাঙড় ভেঙে পড়ে, আগেও সেখান থেকেই চাঙড় ভেঙে পড়েছে। এ দিন উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার সময়ে ক্ষতিগ্রস্ত অংশটিরও মেরামতি করা হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দফতর সূত্রের খবর, শনিবার ছাড়াও এই উড়ালপুলের পরীক্ষার জন্য আরও এক দিন প্রয়োজন।