Fire In Salt Lake

সেক্টর ফাইভে বহুতলের গুদামে অগ্নিকাণ্ড, দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

শুক্রবার দুপুরে বন্ধ গুদামের শাটারের ফাঁক দিয়ে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৪:৫২
Share:

চলছে আগুন নেভানোর কাজ। —নিজস্ব চিত্র।

সল্টলেকের সেক্টর ফাইভে একটি বহুতলের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওয়েবেল মোড় সংলগ্ন ওই বহুতলের এক তলার বন্ধ গুদামে ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

Advertisement

তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে বন্ধ গুদামের শাটারের ফাঁক দিয়ে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। আতঙ্কে আবাসনের উপরের তলার বাসিন্দারাও নীচে নেমে আসেন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই গুদামের ভিতর বৈদ্যুতিন সামগ্রী ছিল। তবে সেখানে অন্য কোনও দাহ্য বস্তু ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের তরফে জানানো হয়, গুদামের ভিতর কেউ আটকে ছিলেন না। অগ্নিকাণ্ডের জেরে কেউ জখমও হননি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement