প্রতীকী ছবি।
২৫ কোটি টাকার মাদক-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশ্যাল
টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা। শনিবার বিকেলে প্রগতি ময়দান থানা এলাকার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের
ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম
তাপস রায়। পুলিশ জানায়, তার সঙ্গে ছিল একটি মোটরবাইক। সেটিতে থাকা একটি বস্তার মধ্যে ১০টি ছোট প্যাকেটে রাখা ছিল ৫ কেজি ১৫৭ গ্রাম হেরোইন
জাতীয় মাদক। ধৃতকে রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে এক দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
আজ, সোমবার তাকে মাদক
মামলার বিশেষ আদালতে হাজির করা হবে।
এসটিএফ জানিয়েছে, পশ্চিম বর্ধমানের কাঁকসা এবং বীরভূমের দুবরাজপুরে বাড়ি রয়েছে
তাপসের। সে দুর্গাপুর-আসানসোল ও বীরভূম এলাকায় মাদক পাচারকারী হিসেবে পরিচিত। কলকাতায় কেন সে ওই মাদক নিয়ে এসেছিল, কার কাছে তা পৌঁছে দেওয়া উদ্দেশ্য ছিল— ধৃতকে জেরা করে সে সব জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, সাধারণত পাচারকারীরা গাড়িতে মাদক পাচার করে থাকে। এ ক্ষেত্রে ধৃত যুবক মোটরবাইক ব্যবহার করেছিল। প্রাথমিক ভাবে এসটিএফ জেনেছে, এর আগেও কয়েক বার তাপস কলকাতায় এসে বিভিন্ন জায়গায় মাদক পাচার করেছিল।
উল্লেখ্য, গত মার্চ মাসে পূর্ব বর্ধমানের রসুলপুর বাজার
এলাকা থেকে পাঁচ কোটি টাকার মাদক-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। ওই যুবকও পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মাদক পাচার করত। তার সঙ্গে তাপসের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই তাপসকে খুঁজছিলেন এসটিএফের আধিকারিকেরা। শনিবার তাঁদের কাছে খবর আসে, এক যুবক মোটরবাইকে মাদক পাচার করবে। সেই মতো এসটিএফের একটি দল বাইপাসের কাছে অপেক্ষা করছিল। পুলিশের যাতে সন্দেহ না হয়, তাই মোটরবাইকে বস্তায় ভরে ওই মাদক নিয়ে যাচ্ছিল তাপস। কিন্তু শেষরক্ষা হল না।