Covid

কোভিডে মৃত কলকাতা পুলিশের গাড়িচালক

পুলিশ সূত্রের খবর, করোনার পরিবেশে প্রথম থেকেই সামনের সারিতে কাজ করছিলেন প্রদীপবাবু। গত ১৭ অক্টোবর বাড়ি ফেরার পথে যশোর রোডে একটি দুর্ঘটনায় পড়েন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ০৪:৩৮
Share:

প্রদীপ মণ্ডল

করোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের পরিবহণ বিভাগের এক গাড়িচালকের মৃত্যু হল। প্রদীপ মণ্ডল (৪২) নামে ওই ব্যক্তি রবিবার দুপুরে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি বারাসতে। প্রদীপবাবুর পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে লালবাজার। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের ১৯ জন কর্মীর মৃত্যু হল।

Advertisement

পুলিশ সূত্রের খবর, করোনার পরিবেশে প্রথম থেকেই সামনের সারিতে কাজ করছিলেন প্রদীপবাবু। গত ১৭ অক্টোবর বাড়ি ফেরার পথে যশোর রোডে একটি দুর্ঘটনায় পড়েন তিনি। তার পরেই চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ধারে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। এর পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে।

গত মার্চ থেকে করোনার পরিস্থিতি সামলাচ্ছেন পুলিশকর্মীরা। ৩,৩০৩ জন পুলিশকর্মী রবিবার বিকেল পর্যন্ত সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। শুধু রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন বাহিনীর চার সদস্য। আক্রান্তদের মধ্যে ৬৬ জন পুলিশকর্মী বা অফিসার ভর্তি রয়েছেন শহরের বিভিন্ন হাসপাতালে। বাকিরা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement