প্রতীকী ছবি।
কলকাতা পুলিশের এক কনস্টেবলের মৃত্যুতে একবালপুরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল।
পুলিশ সূত্রের খবর, প্রদীপ মণ্ডল (৫২) নামে পর্ণশ্রী থানার এক কনস্টেবল বুধবার বজবজের বুইতা এলাকায় নিজের বাড়িতে গাছ কাটতে গিয়ে জখম হয়েছিলেন। গাছ কাটার সময়ে একটি বড় ডাল তাঁর ডান পায়ের উপরে পড়ায়, তাঁর পায়ের হাড় ভাঙে। গুরুতর জখম প্রদীপবাবুকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে এবং পরে জরুরি অস্ত্রোপচারের জন্য একবালপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের তরফে প্রদীপবাবুর মৃত্যুর খবর জানানো হয়। কিন্তু কী ভাবে তিনি মারা গেলেন, সেই সম্পর্কে কিছু জানানো হয়নি বলেই অভিযোগ পরিজনেদের। স্বামীর মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করে শুক্রবার আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদীপবাবুর স্ত্রী অর্পিতা। তিনি হাসপাতালের দুই চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগও এনেছেন।
শুক্রবার রাজ্য পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তারাও হাসপাতালে প্রদীপবাবুর মৃত্যুর ঘটনার খোঁজে গিয়েছিলেন। ওয়েলফেয়ার বোর্ডের আহ্বায়ক তপনকুমার মাইতি বলেন, “বোর্ডের তরফে প্রদীপবাবুর পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে।”
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তপন বসু বলেন, “ওই মৃত্যুর ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।” প্রদীপবাবুর মৃতদেহের ময়না-তদন্ত করা হচ্ছে বলে আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে।