—প্রতীকী ছবি। Sourced by the ABP
আদতে গরু চোর। কিন্তু গরু না পেলে মানুষকেও ছাড়ত না তারা। মহিলাদের কানের দুল ছিনতাই করে পালিয়ে যেত। গড়িয়াহাট এবং তারাতলায় ছিনতাইয়ের দু’টি ঘটনার তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। ওই দুই থানা চার জনকে গ্রেফতারও করেছে। আটক করা হয়েছে একটি এসইউভি এবং একটি পিক-আপ ভ্যান। ধৃতদের মধ্যে রয়েছে ওই দু’টি গাড়ির মালিক শাহিদ শেখ। এ ছাড়াও গ্রেফতার করা হয় ইসমাইল শেখ ওরফে খোঁড়া জামাই ও আবদুল কালাম মণ্ডল নামে আরও দু’জনকে। তাদের জেরা করে রবিবার ফলতা থেকে অমিত হালদার নামে চতুর্থ জনকে ধরা হয়।
পুলিশ জানায়, দলটি গরু চুরি করত। শাহিদ ছিল পান্ডা। একাধিক গাড়ির মালিক সে। তারা রাতের দিকে কলকাতার উপকণ্ঠে বিভিন্ন জায়গায় গিয়ে এসইউভি ও পিক-আপ ভ্যানে গরু তুলে নিয়ে চম্পট দিত। কিন্তু গরু না পেলে তারা ভোরের দিকে কলকাতায় ঢুকে পড়ত। তার পরে প্রাতর্ভ্রমণকারী মহিলাদের দুল ছিনতাই করে পালাত। সে ভাবেই গত ৫ ও ৮ জুন শহরের দু’জায়গায় দু’টি ছিনতাই করে পালিয়েছিল তারা।