Crime

ওড়িশা থেকে শহরে মাদক পাচারের চেষ্টা, ধৃত ৪

প্রত্যেকের বয়স ২০-২৪ এর আশপাশে। এদের মধ্যে রাখি দশম শ্রেণির ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০০:৪৯
Share:

—প্রতীকী ছবি

স্কুলের ব্যাগে ভরে মাদক পাচার করতে গিয়ে বারুইপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা চার তরুণ-তরুণী। রবিবার রাতে বারুইপুরের খোদারবাজার মোড় থেকে তাদের গ্রেফতার করেন জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন্স গ্রুপের গোয়েন্দারা। এক পুলিশকর্তা বলেন, ‘‘ধৃতদের মধ্যে এক জন ছাত্রী। বাকিরা স্কুলছুট। মাদক সমেত তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম দেব পাত্র, ভগবান পাত্র, রাখি সাউ এবং সাগরিকা পারি। প্রত্যেকের বয়স ২০-২৪ এর আশপাশে। এদের মধ্যে রাখি দশম শ্রেণির ছাত্রী। ধৃতদের থেকে ৩৮ কেজি মাদক উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারদর তিন লক্ষ টাকারও বেশি। এ ছাড়াও মিলেছে কয়েক হাজার নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জেনেছেন, তারা ওড়িশা থেকে বাসে চেপে প্রথমে কলকাতার ধর্মতলায় আসে। পরে সেখান থেকে একটি বেসরকারি বাসে বারুইপুরে এসে নামতেই ধরা পড়ে যায়। ধৃতেরা কাকে ওই মাদক পৌঁছে দিতে এসেছিল, তা জানতে তাদের দফায় দফায় জেরা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement