Kolkata Police

ডিজিটাল শংসাপত্র জাল করে প্রতারণা, গ্রেফতার ৪

পুলিশ সূত্রের খবর, আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িত দক্ষিণ কলকাতার একটি সংস্থা ১১ ডিসেম্বর অভিযোগ করে, তাঁদের ডিজিটাল শংসাপত্র ব্যবহার করে ৮২ লক্ষ টাকা সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০২:৪৭
Share:

প্রতীকী ছবি।

কলকাতার একটি বেসরকারি সংস্থা কর্তৃপক্ষের সই করা ডিজিটাল শংসাপত্র জাল করে ৮২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিল্লি থেকে চার জনকে ধরেছে কলকাতা পুলিশ। লালবাজার জনিয়েছে, ধৃতদের নাম চন্দন ভাটিয়া, শুভম লাল, সুরজ শর্মা এবং অমরজিৎ সিংহ। বাজেয়াপ্ত কয়েকটি মোবাইল, বিভিন্ন ব্যাঙ্কের পাসবই, একাধিক শংসাপত্র ও বিভিন্ন ব্যাঙ্কের ভুয়ো রবার স্ট্যাম্প। সোমবার কলকাতায় এনে ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে সাত দিন পুলিশি হেফাজত হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িত দক্ষিণ কলকাতার একটি সংস্থা ১১ ডিসেম্বর অভিযোগ করে, তাঁদের ডিজিটাল শংসাপত্র ব্যবহার করে ৮২ লক্ষ টাকা সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জালিয়াতেরা ওই শংসাপত্র নকল করে সেটি দিয়ে কেন্দ্রের ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড’-এর ওয়েবসাইটে ঢোকে এবং সেখানে সংস্থার অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেয়। পরে আরও জানা যায়, দিল্লির মোতিনগরের একটি আবাসন থেকে এই কারবার চালানো হয়েছে। এর পরেই শুক্রবার সেই আবাসনের ২০ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ধরা হয় অভিযুক্তদের। পুলিশের ধারণা, এটি বড় একটি চক্র। এ ভাবেই আরও কিছু সংস্থার টাকা হাতিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement