Crime

ভোটের মুখে কলকাতায় উদ্ধার ২২টি তাজা বোমা

রাজ্যে শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। ভোটের মুখে রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১২:০০
Share:

নিজস্ব চিত্র

ভোটের মুখে কলকাতা থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে কড়েয়া থানা এলাকার শিবতলা খাল পাড়ের তিলজলা মসজিদ বাড়ি লেন থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের আধিকারিকরা উপস্থিত হয়ে এই বোমাগুলি উদ্ধার করেন।

Advertisement

রাজ্যে শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। ভোটের মুখে রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। কড়া হাতে নির্বাচন পরিচালনা করতে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করছে নির্বাচন কমিশন। তার মধ্যেই এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement