Metro Rail

21st July TMC Rally: তৃণমূলের শহিদ সমাবেশ উপলক্ষে একাধিক পদক্ষেপ মেট্রোর, কী কী ব্যবস্থা দেখে নিন

ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত শতাধিক আরপিএফ-কর্মী মোতায়েন থাকবেন। বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৯:১৮
Share:

কলকাতা মেট্রো। —ফাইল ছবি।

২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ উপলক্ষে লক্ষাধিক মানুষের জমায়েত হবে ধর্মতলায়। বৃহস্পতিবার বেলা ১২টায় আনুষ্ঠানিক ভাবে সভা শুরুর কথা থাকলেও, ভোর থেকেই মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে ধর্মতলা ও সংলগ্ন এলাকায়। এ কথা মাথায় রেখে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করছেন কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত শতাধিক রেলরক্ষী (আরপিএফ)-কে।

Advertisement

তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে ভিড়ে যাতে সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে না হয়, সে জন্য নোয়াপাড়া, বেলগাছিয়া, সেন্ট্রাল, কালীঘাট ও মহানায়ক উত্তমকুমার স্টেশনে মোতায়েন থাকবেন ১০৭ জন অতিরিক্ত রেলরক্ষী। ভিড় নিয়ন্ত্রণের কাজ করবেন তাঁরা। প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা দলও। মহিলা রেলরক্ষী থাকবেন চলন্ত ট্রেনে। থাকবে স্নিফার ডগ।

ভিড় সামাল দিতে বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হবে বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement