Kolkata Weather

এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল আরও দু’ডিগ্রি, ফেব্রুয়ারি মাসে কি আর শীত ফিরবে না?

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৮
Share:

আকাশ আংশিক মেঘলা থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফাইল চিত্র।

ফেব্রুয়ারি মাসের শুরু হলেও শীতের ঠান্ডা ভাব যেন কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছে। এক ধাক্কায় তাপমাত্রার পারদ বেড়ে গিয়েছে অনেকটাই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহবিদেরা জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বেড়ে চলেছে রাজ্যে। কমেছে উত্তুরে হাওয়ার দাপটও। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার পশ্চিম দিকে উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে এই পশ্চিমি ঝঞ্ঝা। শীতকালেও শীতের আমেজ না মেলার নেপথ্যে দায়ী এই ঝঞ্ঝাই।

Advertisement

তবে, বেশি দিন এই তাপমাত্রা স্থায়ী হবে না। ঝঞ্ঝা কেটে গেলে আবার তাপমাত্রার কমার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিসের অনুমান। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করবে ধীরে ধীরে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement