পুজোর মুখে শিলিগুড়ি-কলকাতা রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ৩ অক্টোবর থেকে সপ্তাহে ছ’দিন ওই পরিষেবা শুরু হচ্ছে। কলকাতা ও শিলিগুড়ি দু’জায়গার কাউন্টার থেকেই ইতিমধ্যে অগ্রিম টিকিট বুকিং দেওয়া হচ্ছে। মাথাপিছু ভাড়া ঠিক হয়েছে ৯৫০ টাকা। সোম, বুধ ও শুক্রবার শিলিগুড়ি থেকে বাস কলকাতা যাবে। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কলকাতা থেকে শিলিগুড়ি আসার বাস মিলবে। রবিবার কোনও জায়গা থেকেই পরিষেবা থাকছে না। সন্ধে সাতটা নাগাদ রওনা হয়ে সকাল সাতটা নাগাদ বাসগুলি পৌঁছবে।