Electric Charging Station

দূষণমুক্ত কলকাতা গড়তে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করবে পুরসভা

কলকাতায় মোট ১৩টি এই ধরনের চার্জিং স্টেশন তৈরি হবে। সবক’টি চার্জিং স্টেশনই তৈরি হবে কলকাতা পুরসভার নিজস্ব জায়গায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৫:২২
Share:

গাড়িতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। প্রতীকী ছবি।

শহর কলকাতায় দিন দিন বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। সে কথা মাথায় রেখেই এ বার কলকাতায় ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এই সংক্রান্ত বিষয়ে গত মার্চ মাসে কলকাতা পুরসভার সঙ্গে একটি বেসরকারি সংস্থার চুক্তিও সম্পন্ন হয়েছে। সব ঠিকঠাক থাকলে জুন মাস থেকে এই স্টেশনগুলি কাজ করা শুরু করবে। কলকাতায় মোট ১৩টি এই ধরনের চার্জিং স্টেশন তৈরি হবে। সবক’টি চার্জিং স্টেশনই তৈরি হবে কলকাতা পুরসভার নিজস্ব জায়গায়। কলকাতা পুরসভা দূষণমুক্ত শহর গড়তে চায়। তাই শহরে যাতে দূষণহীন যানের সংখ্যা বাড়ানো যায়, সেই বিষয়ে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

স্টেশনগুলি তৈরি হবে এজেসি বোস রোড, গার্ডেনরিচ, রফি আহমেদ কিদোয়াই রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট, রাজা রামমোহন সরণী, ক্ষুদিরাম বোস সরণী, বেথুন রো ইস্ট, সুন্দরী মোহন অ্যাভিনিউ, সুরেন্দ্ররঞ্জন রায় রোড, রবীন্দ্র সরোবর, ডাক্তার সুকেশ সরকার রোড, আব্দুল রসুল অ্যাভিনিউ এবং কারবালা ট্রাঙ্ক রোড। এই সবক’টি জায়গাতেই কলকাতা পুরসভার পার্কিং লট রয়েছে। আপাতত শহরের এই ১৩টি জায়গায় চার্জিং স্টেশনগুলি তৈরি করা হচ্ছে। বেসরকারি সংস্থাটিই পুরসভার পার্কিং লটে চার্জিং স্টেশনের পরিকাঠামো তৈরি করবে। স্টেশনটি চালানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বেও থাকবে ওই সংস্থাই।

গাড়িতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থাটির সঙ্গে প্রাথমিক ভাবে পাঁচ বছরের চুক্তি হয়েছে পুরসভার। সূত্রের খবর, একটি স্টেশনে প্রায় ১২টি গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রত্যেকটি স্টেশনেই দু’ধরনের চার্জার থাকবে, উচ্চ এবং কম ক্ষমতাসম্পন্ন। ঠিক হয়েছে, এক টাকা কুড়ি পয়সা (প্রতি কিলোওয়াট) কিংবা গাড়িপিছু ১৫০০ টাকা, যে অঙ্কটা বেশি হবে সেটা পুরসভাকে দেবে সংশ্লিষ্ট সংস্থাটি। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এখানে যে কোনও ধরনের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে চার্জ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্কুটার, বাইক ও চার চাকার যানবাহন। প্রয়োজনে সরকারি বাসও চার্জ দেওয়া যাবে। মূলত এই উদ্যোগ মারফত গণপরিবহণ ব্যবস্থাকে দূষণমুক্ত করতে চাইছে কলকাতা পুরসভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement