তনিমা চট্টোপাধ্যায় (বাঁ দিকে), সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় (ডান দিক) ফাইল ছবি।
দলীয় নির্দেশ অগ্রাহ্য করে মনোনয়ন প্রত্যাহার না করায় সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। এ কথা জানিয়েছেন বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার।
প্রথমে তৃণমূলের প্রার্থী তালিকায় সদ্য প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের ভগ্নি তনিমা চট্টোপাধ্যায়ের নাম থাকলেও পরবর্তীতে তাঁকে সরিয়ে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় বিদায়ী পুরমাতা সুদর্শনা মুখোপাধ্যায়কে। কিন্তু দলের সিদ্ধান্ত মানতে পারেননি তনিমা। নিজে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। অন্য দিকে ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান সচ্চিদানন্দ। তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। দু’জনের কেউই মনোনয়ন প্রত্যাহার না করায় তাঁদের বহিষ্কার করল তৃণমূল।
তৃণমূল প্রকাশ্যে তনিমাকে বোঝানোর চেষ্টা না করলেও, সচ্চিদানন্দের সঙ্গে সমঝোতায় আসতে চেয়েছিল। তৃণমূল সূত্রে খবর, তাঁর সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব, বিধায়ক মদন মিত্ররা। কিন্তু কোনও ভাবেই তাঁকে মনোনয়ন প্রত্যাহারে রাজি করাতে পারেনি দল। শেষ পর্যন্ত দু’জনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল।