KLO

KLO: কোচ-কামতাপুর গঠনে হস্তক্ষেপ বরদাস্ত নয়, মমতার উত্তরবঙ্গ সফরের মুখে হুঁশিয়ারি জীবনের

রবিবার প্রকাশ্যে আসে কেএলও প্রধান জীবন সিংহের একটি ভিডিয়ো বার্তা, যেখানে আবার আলাদা রাজ্যের দাবির কথা শোনা গেল তাঁর মুখে।

Advertisement

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ০৬:০২
Share:

আলাদা রাজ্য নিয়ে ফের জঙ্গি আন্দোলনের হুমকি জীবনের। ছবি সংগৃহীত

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে, রবিবার প্রকাশ্যে এল কামতাপুর লিবারেশনের (কেএলও) প্রধান জীবন সিংহের একটি ভিডিয়ো বার্তা, যেখানে ফের আলাদা রাজ্যের দাবির কথা শোনা গেল তাঁর মুখে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে এক রকম হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ভিডিয়োটিতে দেখা যায়, একটি জঙ্গলে সশস্ত্র সঙ্গীদের ঘেরাটোপে রয়েছেন জীবন। মিনিট ছয়েকের ওই ভিডিয়ো বার্তায় প্রথমেই তিনি বলেন, ‘ভারতভুক্তি চুক্তি অনুসারে কোচবিহার গ-শ্রেণির রাজ্য। জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নেতৃত্বে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও বিধায়কদের কাছে পৃথক কোচ-কামতাপুর রাজ্য গঠনের দাবি করছি। বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করবেন কোচ-কামতাপুরের মানুষ। সেই সঙ্গে নিজের রাজনৈতিক ভাগ্য নিজেরাই তৈরি করবেন।”ভিডিয়ো-বার্তায় এর পরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে জীবন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। বলপূর্বক কিছু করতে এলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করে দেব। রক্তের বন্যা বইয়ে দেব।” তাঁর অভিযোগ, শোষণ করে এই এলাকার মানুষকে দরিদ্র করা হয়েছে। তিনি বলেন, “এখন উন্নয়নের কথা বলছেন। লাগবে না আপনাদের উন্নয়ন। আলাদা রাজ্য তার থেকে ভাল। কোচ-কামতাপুরের মানুষ নিজেদের রাজ্যের উন্নয়ন করবে। সবার কাছে আবেদন করছি, মমতা বন্দ্যোপাধায়ের মিথ্যে উন্নয়নের কথায় কেউ ভুলবেন না। মালদহ থেকে দিনাজপুর সবার কাছে আবেদন করছি, জাতির মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। যে কোনও মূল্যে বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করব।” তবে ভিডিয়ো-বার্তায় পরের দিকে কিছুটা নরম হয়ে জীবন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, কোচ-কামতাপুর রাজ্যের বিরোধিতা করবেন না। রাজ্য গঠনের জন্য সহযোগিতা করুন। তা হলে গরিব কোচ-কামতাপুরের মানুষ আপনার উপর পুষ্পবৃষ্টি করবে। আপনাকে বিজয়ীর মালা পরাবে।” ওই ভিডিয়োর পরে আর একটি ভিডিয়ো সামনে আসে। জোন কোচ নামে এক কেএলও সদস্য সেখানেও পশ্চিমবঙ্গ সরকারে বিরুদ্ধে তোপ দাগেন।তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “বিজেপির অবস্থান স্পষ্ট নয়। জীবন সিংহের সঙ্গে অনেকের যোগসাজশ আছে বলে মনে হচ্ছে। তাঁদের কথাতেই বক্তব্য পেশ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত।” কেন্দ্রীয় সরকারের দুই প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও জন বার্লাকে ফোনে পাওয়া যায়নি। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় বলেন, “জীবন সিংহ কী বলেছেন জানি না। তবে উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত। সে কারণে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ার দাবি অনেকেই করছেন।”

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement