এ বার ক্যারাটে শিখছে কন্যারা 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০৩:২২
Share:

প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরা। নিজস্ব চিত্র

বিয়ে বন্ধ করতে গিয়ে নাবালিকার পরিবারের লোকজন চড়াও হন কন্যাশ্রী যোদ্ধাদের উপরে। বছর খানেক আগে হরিহরপাড়ার ট্যাংরামারির ঘটনা। কোনও ভাবে পালিয়ে বাঁচে কন্যাশ্রী যোদ্ধারা। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মিটে গেলেও কন্যাশ্রী যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকেরা। এর পরেই যে কোনও হেনস্থার হাত থেকে সুরক্ষিত রাখতে কন্যাশ্রী যোদ্ধাদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রশাসন। প্রতি শনিবার ব্লক কার্যালয় লাগোয়া ‘কন্যাশ্রী যোদ্ধা’ পার্কে কন্যাশ্রী যোদ্ধাদের নিয়ে চলে প্রশিক্ষণ। হরিহরপাড়ার বিডিও পুর্ণেন্দু সান্যাল বলছেন, ‘‘সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এমনকি স্কুল-কলেজ যাতায়াতের পথে যে কোনও বাধার মুখে পড়লে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে, এ জন্য ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া চলছে। প্রশিক্ষণের ফলে কন্যাশ্রী যোদ্ধাদের যেমন আগের তুলনায় মনোবল বেড়েছে, তেমনি তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।’’

Advertisement

কন্যাশ্রী যোদ্ধাদের আত্মরক্ষার্থে ও মনোবল বাড়াতে ২০১৬ সালে আগস্ট মাসে ব্লকের বিভিন্ন এলাকার ৩২ জন কন্যাশ্রীকে নিয়ে কন্যাশ্রী যোদ্ধার টিম গঠন করেছে ব্লক প্রশাসন। তাদের নিয়ে নিযমিত যোগব্যায়ামের ক্লাস ও ক্যারাটের প্রশিক্ষণ। ক্যারাটে শেখার জন্য প্রশাসনের তরফে দেওয়া হয় কন্যাশ্রী যোদ্ধাদের পোশাকও। গত তিন বছরে প্রায় শতাধিক নাবালিকা বিয়ে বন্ধ করে নজির গড়েছে এই যোদ্ধারা। শুধু বাল্যবিবাহ বন্ধ করা নয়, নারী ও শিশু পাচার-সহ নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও তারা জড়িত রয়েছে। সামাজিক বিভিন্ন ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নানান সময়ে বাধা এমনকি হেনস্থার মুখেও পড়েছে ব্লকের যোদ্ধারা। কন্যাশ্রী যোদ্ধারা মনোবল বাড়ানোর পাশাপাশি নিজেদের আত্মরক্ষা করতে পারে— সে কথা মাথায় রেখে কন্যাশ্রী যোদ্ধাদের নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ হাতেগোণা কয়েক জনকে নিয়ে শুরু হলেও বর্তমানে ক্যারাটে-শিক্ষার্থী কন্যাশ্রী যোদ্ধাদের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দেড়শো জন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন হরিহরপাড়ার মালোপাড়া হাইস্কুলের শিক্ষক শেখ ওয়াহেদুজ্জামান।

ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আগের থেকে অনেকটাই আত্মবিশ্বাসী দিলরুবা-সোমাশ্রী-এহিরা-অপর্ণারা। কন্যাশ্রী যোদ্ধা বারুইপাড়া হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী দিলরুবা খাতুন জানায়, ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার পর আমরা শারীরিক ভাবে অনেকটাই ফিট। যে কোনও বাধার মুখে নিজেদের আত্মরক্ষা করতে আমরা এখন তৈরি।

Advertisement

কন্যাশ্রী যোদ্ধাদের হরিহরপাড়া ব্লক কো-অর্ডিনেটর জাকিরুন বিবি বলছেন, ‘‘আগে নাবালিকা বিয়ে বন্ধ করতে গিয়ে গুটিয়ে থাকত, এখন ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে সেই তারাই সামনে থেকে নেতৃত্ব দেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement