Justice Abhijit Gangopadhyay

সিট ঠিক মতো কাজ করছে না, নিয়োগ মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়

গত ১৭ জুন রাজ্যের স্কুলে নিয়োগ দুর্নীতির সব মামলাতেই সিবিআইয়ের সিট-কে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে ছয় সদস্যের সিট গঠন করে সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১২:২০
Share:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র ।

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের গঠন করা বিশেষ তদন্ত দল (সিট) নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গঠন করা সিটের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ। সোমবার দুপুর আড়াইটায় এই বিষয় নিয়ে শুনানি হওয়ার কথা।

Advertisement

গত ১৭ জুন রাজ্যের স্কুলে নিয়োগ দুর্নীতির সব মামলাতেই সিবিআইয়ের সিট-কে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে মনে করেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। আদালত এই নির্দেশও দিয়েছিল, ‘সিট’ হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে এবং কোর্টের অনুমতি ভিন্ন সিট-এর সদস্যদের বদলি করা যাবে না।

এর পর আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের তরফে ছয় সদস্যের সিট গঠন করে কেন্দ্রীয় তদন্ত দল। এই সিট-ই এত দিন তদন্ত চালাচ্ছিল। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ সিবিআইয়ের এই বিশেষ তদন্ত দলের সদস্যেরা ঠিক করে কাজ করছেন না। সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ে জানান, প্রয়োজনে সিটের সদস্যদের বদলও করা হতে পারে।

Advertisement

সিবিআই সিটের এই দলে কাজ করছিলেন, এসপি ধরমবীর সিংহ, ডিএসপি সত্যেন্দ্র সিংহ, ডিএসপি কেসি ঋষিনামূল, ইন্সপেক্টর সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর মলয় দাস এবং ইন্সপেক্টর ইমরান আশিক। এঁদের মধ্যেই কয়েক জন তদন্তের কাজ ঠিক করে করছেন না বলে আদালতের পর্যবেক্ষণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement