JP Nadda

‘এক মাসেই ভয় ভেঙেছে’

প্রধানমন্ত্রী সম্পর্কে যা বলা হচ্ছে, তা কি বাংলার সংস্কৃতি? আমরা বাংলার সঙ্গে আবেগ দিয়ে জড়িয়ে আছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৪:৫৫
Share:

—ফাইল চিত্র

গত ১০ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার কলকাতা থেকে ডায়মন্ড হারবারমুখী কনভয়ে হামলা হয়েছিল। এক মাস পরে শনিবার ফের বঙ্গ সফরে এসে বর্ধমানে নড্ডা বললেন, ‘‘এক মাসে অনেক পরিবর্তন হয়েছে। আগে ভয় পেয়ে মানুষ রাস্তায় নামেননি। এখন মানুষ রাস্তায় নামছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন।’’ বিজেপিকে ‘বাঙালি বিরোধী এবং বহিরাগত’ বলে আক্রমণ করে থাকে তৃণমূল। জবাবে নড্ডা এ দিন পাল্টা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে সংস্কৃতি তৈরি করেছে, তা বাংলায় ছিল না। আমার নামে যে অলঙ্কার, মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে ভাষা বেরিয়েছে, তা কি বাঙালির ভাষা? প্রধানমন্ত্রী সম্পর্কে যা বলা হচ্ছে, তা কি বাংলার সংস্কৃতি? আমরা বাংলার সঙ্গে আবেগ দিয়ে জড়িয়ে আছি। বাংলার সংস্কৃতি তৃণমূল নয়, আমরা জানি।’’ নড্ডার স্ত্রী বাঙালি। সে দিকে ইঙ্গিত করে নড্ডার মন্তব্য, ‘‘আমি টোপরও পরেছি।’’

Advertisement

প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘‘গত মাসে জে পি নড্ডার কনভয়ে কী ভাবে গার্ডেনরিচের দুষ্কৃতী জায়গা পেয়েছিল, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চায়নি। বাংলার সংস্কৃতি হল নবজাগরণের সংস্কৃতি। সামন্ততান্ত্রিক দলের নেতার পক্ষে তা বোঝা অসম্ভব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement