যাদবপুরের পাশে: ঐশী

ঐশী এ দিন আরও বলেন, ‘‘আরএসএস-বিজেপি দেশ জুড়েই মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। ফ্যাসিস্ত মনোভাব নিয়ে অত্যাচার চালাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০২:১০
Share:

জেএনইউ ছাত্র সংসদের সদ্য নির্বাচিত সভাপতি ঐশী ঘোষ।

যাদবপুরের ছাত্রছাত্রীদের পাশে জেএনইউ-এর ছাত্র সংসদ। সম্প্রতি জেএনইউ-এর ছাত্র সংসদে জিতেছেন বামেরা। আর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলার ঐশী ঘোষ। তিনি শুক্রবার জেএনইউ থেকে এক ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘যাদবপুরের ছাত্রছাত্রীদের পাশে আছি আমরা। বিজেপি-আরএসএস-এবিভিপি’র বিরুদ্ধে যাদবপুর যে ভাবে লড়েছে, তার জন্যে কুর্নিশ জানাই আমরা।’’ তাঁর অভিযোগ, বাবুল সুপ্রিয় ওখানে মেয়েদের গায়ে হাত তুলেছেন। অনেক ছাত্রকে মারধর করা হয়েছে।

Advertisement

ঐশী এ দিন আরও বলেন, ‘‘আরএসএস-বিজেপি দেশ জুড়েই মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। ফ্যাসিস্ত মনোভাব নিয়ে অত্যাচার চালাচ্ছে। এই মনোভাবের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে। যাদবপুরের ছেলেমেয়েরা যে লড়াই লড়ছেন, আমরা তাঁদের পাশে আছি।’’ তাঁর সংযোজন, ‘‘বিশ্ববিদ্যালয়ে যে ভাবে তাণ্ডব চালিয়েছে এবিভিপি এবং দুর্গাবাহিনী, তাতেই স্পষ্ট, এরা শিক্ষাবিরোধী। মানুষের শুভবুদ্ধির বিকাশ ঘটুক, তা ওরা চায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement